শর্মিষ্ঠা বিশ্বাস

 




অ্যালান পো-এর কালো বেড়াল



ফাঁকা মাঠ। গনগনে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে একটি খামারবাড়ি। সে আমার অতি সামান্য আত্মকথন। ধান বোঝাই পশু-গাড়ি চলে গেছে শহর হতে। বেড়ার উন্মুক্ত দরজা দিয়ে প্রতিদিন আলো ও বাতাস সোজা ও বাঁকা, উভয় ভাষাতেই পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলে। ইতিবাচক মনোভাব নিয়ে  খড়ের গাদায় সূঁচ খোঁজার জন্য মেয়েলি ব্রতগুলির সব-কটি খাঁটি বাঙালী বধু আসন পেতে মাটিতেই আত্মসমর্পণ করে বসে পড়েছে।

 

পঞ্চায়েত ইটের রাস্তা করে দিয়েছে। হৃদয়পুর গ্রাম-নগর যোজনার এমন রাস্তা জুড়ে শুয়ে-বসে খামারবাড়িকে পাহাড়া দিচ্ছে 'অ্যালান পো'-এর সেই বিখ্যাত ছবির কালো বেড়াল।  


মন্তব্যসমূহ